ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিরকুট লিখে হোটেল কর্মচারীর আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
চিরকুট লিখে হোটেল কর্মচারীর আত্মহত্যা চিরকুট

পিরোজপুর: পিরোজপুরে চিরকুট লিখে দুলাল (১৮) নামে এক হোটেল কর্মচারী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৬ জুলাই) সকালে শহরের দামোদর ব্রিজ এলাকার স্বপন গুহ হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুলাল সদর উপজেলার তেজদাসকাঠি এলাকার নাসির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাত মাস আগে হোটেলের কর্মচারী হিসেবে কাজ শুরু করেন দুলাল। শনিবার (১৫ জুলাই) দিবাগত রাতে কাজ শেষে হোটেলে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে হোটেলের মালিক খোকন হোটেল খুলে দোকানের আঁড়ার সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত্যুর আগে দুলাল তার মা, ভাই-ভাবি ও দোকান মালিককে দু’টি চিরকুট লিখে যান। চিরকুটে তিনি লিখেন তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad