ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়া জঙ্গি আস্তানায় থেমে থেমে গুলির শব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
আশুলিয়া জঙ্গি আস্তানায় থেমে থেমে গুলির শব্দ জঙ্গি আস্তানা ঘিরে ৠাব সদস্যদের অবস্থান

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি বাড়ি থেকে থেমে থেমে পাওয়া যাচ্ছে গুলির শব্দ। 

এদিকে আস্তানায় চূড়ান্ত অভিযান শুরুর আগেই আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

জঙ্গিরা আস্তানা পেতেছে- নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে নয়ারহাট চৌরাবালি এলাকার এই বাড়িটি ঘিরে ফেলে র‌্যযাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ( র‌্যাব ) সদস্যরা।

 

বাড়িটির চারপাশে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়।  প্রতিরোধের মুখে বাড়িটিকে ঘিরে আরও শক্ত অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। তাদের সাথে যোগ দেয় আশুলিয়া থানা পুলিশ।  

এ সময় হ্যান্ড মাইকের সাহায্যে বাড়িটির ভেতর থেকে বাসিন্দাদের নিরস্ত্র হয়ে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।  

জবাবে রোববার ( জুলাই ১৬) ভোরের দিকে অভিযানকারীদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে দুই রাউন্ড গুলি ছোঁড়া হয়।  
একতলা বাড়িটিতে জঙ্গি আস্তানা থাকার বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবীর জানান,বাড়িটি ঘিরে বিস্ফোরণের আশংকায় ওই বাড়ি সংলগ্ন অন্যান্য বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। সকল প্রস্তুতি শেষ হলেই চূড়ান্ত অভিযান শুরু হবে বলে জানান খন্দকার লুৎফুল কবীর।

*জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ায় বাড়ি ঘিরে রেখেছে ৠাব

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।