ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ায় বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ায় বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

ঢাকা: সাভারের আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ( র‌্যাব ) সদস্যরা। 

জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত একটা থেকে একতলা বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন র‌্যাব -৪ এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবীর।  

তিনি জানান, বাড়িটির চারপাশে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে দুই তিন রাউন্ড গুলি করা হয়।

এরপর বাড়িটিকে ঘিরে আরও শক্ত অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। বর্তমানে ওই বাড়ি সংলগ্ন অন্যান্য বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বলে জানান লুৎফুল কবীর। পাশাপাশি হ্যান্ড মাইকের সাহায্যে ঘিরে রাখা বাড়িটির ভেতর থেকে বাসিন্দাদের বেরিয়ে এসে আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এসজেএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।