ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: দীর্ঘ ৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে এ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রিপন আলী বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে দুপুর দেড়টার দিকে পাবনার মুলাডুলী স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেন এসে বেশ কয়েকঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রেনটি উদ্ধার করে। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ