ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাগরপুরে গোসল করতে গিয়ে বৃদ্ধা নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
নাগরপুরে গোসল করতে গিয়ে বৃদ্ধা নিখোঁজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির পাশে নোয়াই নদীতে গোসল করতে গিয়ে সবুরা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। সবুরা বেগম ওই এলাকার মৃত হাবেল মিয়ার স্ত্রী।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে সবুরা বেগম বাড়ির পাশে নদীতে গোসল করতে যান। এরপর থেকে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন।

রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল বারিকের নেতৃত্বে সাত সদস্যের একটি ডুবুরিদল নদীতে উদ্ধার কাজ চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad