ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘পর্যটন দ্বীপ’ পরিদর্শনে প্রতিনিধি দল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
‘পর্যটন দ্বীপ’ পরিদর্শনে প্রতিনিধি দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ‘দ্বীপের রাণী ভোলা’ ব্র্যান্ডকে পর্যটকদের কাছে জনপ্রিয় করে তোলার মিশনে ভোলার ‘পর্যটন দ্বীপ’ কুকরী-মুকরী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন সদস্যের প্রতিনিধি দল।

শনিবার (১৫ জুলাই) তারা ম্যানগ্রোভ বাগান অধ্যুষিত এ পর্যটন দ্বীপ পরিদর্শন করেন।  

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক ড. মো. আবদুল মান্নান, সিনিয়র সচিব শিরিন শবনম ও উপ-সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া।

তারা ম্যানগ্রোভ বাগান, সাগারের ঢেউ আছড়ে বালির সৈকত, জেলের জালে ইলিশ শিকার, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র, রেস্টহাউজ, পাখির ঝাঁক, নারকেল বাগান ও বালুরধুম পরিদর্শন করেন।

এসময় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃধা মো. মুজাহিদুল ইসলাম, চরফ্যাশনের ইউএনও মো. মনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আমীনুল ইসলাম ও কুকরী-মুকরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসেম মহাজন তাদের সঙ্গে ছিলেন।

কুকরী-মুকরী ইউপির চেয়ারম্যান হাসেম মহাজন বাংলানিউজকে জানান, পর্যটন শিল্প প্রসারের লক্ষ্যে দ্বীপের রাণী ভোলা ব্র্যান্ডকে পরিচিত করে তোলার জন্য সপ্তাহব্যাপী ব্র্যান্ড উৎসব চলছে। এ উৎসবের অংশ হিসেবে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা পর্যটন দ্বীপ কুকরী-মুকরী পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad