ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে হস্ত ও কুটির শিল্প মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
ময়মনসিংহে হস্ত ও কুটির শিল্প মেলা শুরু

ময়মনসিংহ: ময়মনসিংহে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকেলে নগরীর টাউন হল মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

মাঝারি ও ক্ষুদ্র তাঁত বস্ত্র, কুটির শিল্প ও নারী উদ্যোক্তাদের উন্নয়নের স্বার্থে ময়মনসিংহ পৌরসভা প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেছে।

ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-  অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এস.এ.নিয়াজী।

মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।