ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘খালেদার মুভমেন্টে’ স্থবির বিমানবন্দর সড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
‘খালেদার মুভমেন্টে’ স্থবির বিমানবন্দর সড়ক ‘খালেদার মুভমেন্টে’ স্থবির বিমানবন্দর সড়ক/ছবি: বাদল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লন্ডন যাওয়াকে কেন্দ্র করে বনানী- বিমানবন্দর সড়কে দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সন্ধ্যায় হঠাৎ করেই বনানী থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এর ফলে কালশী থেকে উত্তরাগামী বাসের দীর্ঘ জটলা দেখা যায় বনানী ফ্লাইওভারের উপরেও।

হঠাৎ করে রাস্তার একপাশে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত মানুষজন।

‘খালেদার মুভমেন্টে’ স্থবির বিমানবন্দর সড়ক/ছবি: বাদলশেওড়া এলাকায় উত্তরাগামী বাস ভূঁইয়া পরিবহনের যাত্রী রিয়াদ রায়হান বলেন, একপাশে রাস্তা খালি আরেক পাশে জ্যাম, শনিবারের দিন কি এমন হল?

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি ট্রাফিকের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় খালেদা জিয়া এয়ারপোর্টে গেছেন। তার মুভমেন্টের কারণে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করি আমরা। এর ফলে এই দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে।

পৌনে ৮টার দিকে অপর এক ট্রাফিক কর্মকর্তা বলেন, খালেদা জিয়া অলরেডি রোড ক্রস করেছেন। এখন আস্তে আস্তে জটলা স্বাভাবিক হয়ে আসবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।