ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিরাপত্তা দিতে গিয়ে আমাকে জনবিচ্ছিন্ন করবেন না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
নিরাপত্তা দিতে গিয়ে আমাকে জনবিচ্ছিন্ন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি’র সৌজন্যে

ঢাকা: নিরাপত্তা দিতে গিয়ে জনগণের সঙ্গে যেন দূরত্ব সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ জুলাই) এসএসএফ-এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেসংস্থাটির সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষকে নিয়ে আমাদের কাজ, মানুষের কাছ থেকে যেন বিছিন্ন না হয়ে যাই, সেদিকটাতে বিশেষ ভাবে নজর দিতে হবে।


 
‘আমরা রাজনীতি করি জনগণকে সঙ্গে নিয়ে। আমাদের যদি জনগণ থেকে আলাদা করে ফেলা হয়, তাহলে ওই যে বলে না- জলের মাছ যদি ডাঙায় ফেলা হয়, মাছ যেমন দাপিয়ে দাপিয়ে মরে যায় আমাদের অবস্থাও সে রকম হবে। ’ ছবি: পিআইডির জন্যে
 তিনি বলেন, ‘মানুষের সঙ্গে না থাকতে পারলে, মানুষকে না দেখতে পারলে আমাদের বেঁচে থাকার কোনো স্বার্থকতা থাকে না। ’ 
 
‘সেজন্য এসএসএফের কাছে চাইবো আমাকে যেন জনবিচ্ছিন্ন করে না দেয়া হয়। ’
 
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের জন্যই আমরা কাজ করি। আমি জানি নিরাপত্তা দিতে হবে। আর নিরাপত্তার ব্যাপারে আমি বলবো আমি নিজের জন্য কখনও চিন্তা করি না। ’
 
পঁচাত্তরের ১৫ আগস্ট একমাত্র বোন ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যকে হারানো শেখ হাসিনা বলেন, ‘আমি মৃত্যুকে ভয় পাই না। ’
 
১৯৮১ সালে নান‍া প্রতিবন্ধকতা অতিক্রম করে বিরুদ্ধ পরিস্থিতিতে দেশে ফেরার কথা স্মরণ করে তিনি বলেন, ‘বাবা-মা ও ভাই-বোন হারিয়ে যখন দেশে এসেছি তখন এই সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি। ’
 
‘তারাই কিন্তু সব। তাদের কাছ থেকেই শক্তি পাই, প্রেরণা পাই। এ কথাটা মনে রাখতে হবে। ’

বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এসএসএফ রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে থাকে। ’

তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে যারা এ দায়িত্বে নিয়োজিত তাদের মনোবল অত্যন্ত উঁচু। প্রশ্নাতিত আনুগত্য ও ‍অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হয়। এই সংগঠনটি তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে। ’ছবি: পিআইডি’র সৌজন্যে

সর্বশেষ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সফরে নিরাপত্তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যেসব রাষ্ট্র বা সরকার প্রধান সফর করেছেন তারা সকলেই এসএসএফ-এর পেশাদারিত্বের প্রশংসা করেছেন।

আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এসএসএফের সদস্যরা যেভাবে তাদের আনুগত্য এবং দায়িত্ববোধকে সমুন্নত রেখেছে, ভবিষ্যতেও এই অন্যন্য বৈশিষ্ট্য তারা বজায় রেখে দায়িত্ব ও কর্তব্য পালন করে যাবে। ’

তিনি বলেন, ‘উন্নত মানবসম্পদ, প্রযুক্তিগত উৎকর্ষ, পূর্ণ আনুগত্য এবং পেশাদারিত্বের মানদণ্ডে একটি চৌকষ ও যুযোগপযোগী বাহিনী হিসেবে তৈরি থাকতে হবে। ’

প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- এসএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সফিকুর রহমান।
 
অনুষ্ঠান মঞ্চে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭/আপডেট: ১৯০৮ ঘণ্টা
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।