ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিরাপত্তা চেয়ে মামলার বাদীর সংবাদ সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
নিরাপত্তা চেয়ে মামলার বাদীর সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামে চাঞ্চল্যকর শাইজুদ্দিন হত্যা মামলার বাদী। মামলার বাদী ও নিহত শাইজুদ্দিন ওরফে সাজুর ছেলে আশিম আলী বলেছেন, হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। 

বুধবার (১২ জুলাই) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।  

আশিম আলী বলেন, ২০১৩ সালের ১২ জুন সকাল ৮টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার বাবা শাইজুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডে জড়িত দলিল উদ্দিন, ছাহের উদ্দিন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।  

‘মামলাটি আদালতে বিচারাধীন। কিন্তু জামিনে থাকা আসামিরা আমাকে মামলা তুলে নিতে এবং সাক্ষীদের সাক্ষ্য না দিতে বিভিন্নভাবে ভয়ভীতিসহ মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছেন। ’ 

এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছেন ওই মামলার বাদী আশিম আলী।  

এর আগে ২০১৪ সালের ১০ ডিসেম্বর ১০ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ