ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট্রের জন্য বেতন থেকে শতকরা ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছেন এমপিওভুক্ত  বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। 
 

বুধবার (১২ জুলাই) বেলা ১২ টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
 
সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি স্বপন কুমার মন্ডলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক গৌরব চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক সামছুর রহমান, জেলা সদস্য জহুরুল ইসলাম রতন, আব্দুল খালেক, নজরুল বারী, আমিনুল হক, বিমল কুমার রায়, শফিকুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মোস্তাক রহমান, শাহারুল ইসলাম, আব্দুল ওয়াদুদ প্রমুখ।


 
বক্তারা বলেন, জাতীয়করণ করা হলেও বেতন ভাতা থেকে শতকরা ১০ শতাংশ টাকা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট্রের জন্য কেটে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে শিক্ষক ও কর্মচারীরা আরও বেশি আর্থিক সঙ্কটের মুখে পড়বেন।
 
তাই অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানিয়েছেন তারা।  
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।