ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে কলেজ ছাত্রের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
রাজধানীতে কলেজ ছাত্রের আত্মহত্যা

ঢাকা: রাজধানীর রামপুরা ওয়াপদা রোডের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আতিকুর রহমান আতিক (২২) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। সে শান্তিনগর হাবীবুল্লাহ বাহার কলেজের ছাত্র।

শুক্রবার (০৭ জুলাই) সকাল ১০টার দিকে ওয়াপদা রোডের ২১৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।  

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টায় তাকে (আতিক) মৃত ঘোষণা করেন।

মৃত আতিকের বাবা আতোয়ার রহমান জানান, আতিক হাবীবুল্লাহ বাহার কলেজের গণিত বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলো। সকাল ১০টার দিকে সে নিজের রুমের দরজা বন্ধ করে বিছানার চাদর দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়।

ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙ্গে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তবে কি কারণে আতিক আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তার স্বজনরা।

আতিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।