ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে রেল কারখানার চোরাই লোহা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
সৈয়দপুরে রেল কারখানার চোরাই লোহা উদ্ধার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রেলওয়ে কারখানার পাঁচ টন চোরাই লোহা উদ্ধার করেছে স্থানীয় জনগণ। 

শুক্রবার (৭ জুলাই) ভোরে এ লোহা উদ্ধার করা হয়। পরে ওই লোহা সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানার লোহা চুরি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার ভোরে কারখানার এক নম্বর গেট (বেলতলা) দিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মিলে চোরাই লোহা বের করে আনার সময় স্থানীয়রা একটি ভ্যান আটক করে। এ লোহার মধ্যে রেলওয়ের অ্যাংগেল, রেললাইন, পাইপসহ প্রায় পাঁচ টন ওজনের মালপত্র রয়েছে। যার দাম প্রায় এক লাখ টাকা।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা লোহা থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।