ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে বাল্যবিয়ে পণ্ড, কনের বাবা-বরকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
ধামরাইয়ে বাল্যবিয়ে পণ্ড, কনের বাবা-বরকে জরিমানা

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের খাতড়া গ্রামে বাল্যবিয়ে পণ্ড করে বর মো. ইমরান হোসেন (২৩) ও কনের বাবা আব্দুর রাজ্জাককে (৪০) তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ এ জরিমানা করেন।
 
ইউএনও আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, দুপুরে সেতু আক্তার নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাল্যবিয়ে দিচ্ছে, এমন অভিযোগ করে তার দুই সহপাঠী।

পরে কনের বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে ভেঙে দেওয়া হয়। এসময় বর ও কনের বাবাকে আটক করে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরে মুছলেখার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad