ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছবিতে গাবতলী পশুর হাটের আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
ছবিতে গাবতলী পশুর হাটের আগুন গাবতলী পশুর হাটের আগুন

ঢাকা: রাজধানীর গাবতলী পশুর হাটে হোসেন ব্যাপারী বিক্রির জন্য নিয়ে আসেন ৪৯টি গরু। আশা করেছিলেন ভালো দামে গরুগুলো বিক্রি করে বাড়ি ফিরবেন। কিন্তু বৃহস্পতিবার  (২৯ জুন)  সকাল ১০টার দিকে এ পশুর হাটে আগুন লাগে। আগুনে ৭টি গরু মারা গিয়ে তিনি এখন সর্বশান্ত। তার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অনেক ব্যবসায়ী। এ আগুনে পুড়ে মারা গেছে ১৩টি গরু।  

গাবতলী পশুর হাটে আগুন জ্বলছে
 আগুন লাগার প্রথম দিকে ব্যবসায়ীরা কিছু গবাদি পশুকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসেন।
গাবতলী পশুর হাটে আগুন জ্বলছে
প্রায় আধাঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


 পুড়ে গেছে বেঁধে রাখা গরু
হাটের ভেতরের প্রথম দিকের টিনের দুচালা ঘরে বাঁধা ৬-৭টি গরু পুড়ে গেছে।
 
গরুকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন ব্যবসায়ীরাআগুনে পোড়ার হাত থেকে গরুকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন ব্যবসায়ীরা।
 
ব্যবসায়ীরা আগুন নেভাতে চেষ্টা করছেনফায়ার সার্ভিস কর্মীদের জন্য অপেক্ষা না করে ব্যবসায়ীরা নিজেরাই আগুন নেভাতে চেষ্টা করেন।
 
ফায়ার সার্ভিস কর্মীদের সাহায্য করছেন সবাইফায়ার সার্ভিস কর্মীরা আসামাত্রাই সবাই সহায়তার হাত বাড়িয়ে দেন।
ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাচ্ছেনহাটে ৫০টিরও বেশি গরু আগুনে দগ্ধ হওয়ার আশঙ্কা করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গরুকে আগুনের হাত থেকে বাঁচাতে চেষ্টা করছেন এক ব্যবসায়ী
ঘরে গরু বাঁধা। দড়ি কেটে গরুকে আগুনের হাত থেকে বাঁচাতে আরেকজনের কাছে বটি চাচ্ছেন এই ব্যবসায়ী।
 
আগুনে পুড়েছে তিনটি ছাউনিরাজধানীর সবচেয়ে বড় এ পশুরহাটের তিনটি ছাউনি পুড়ে গেছে।

আগুনে পুড়েছে ছাউনিতিন ছাউনিতে শ’খানেক গবাদি পশু রাখা ছিল। আগুন লাগার পর হাটের লোকজন অধিকাংশ গরু-ছাগল সরিয়ে নিতে পারলেও ১৩টি গরু, ২টি ছাগল ও ২টি ভেড়া ভেতরেই পুড়ে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।