ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আখাউড়ায় দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
আখাউড়ায় দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইসলামপুর উপজেলার মো. শাখাওয়াত হোসেনের ছেলে মো. জাহিদ চৌধুরী (১৮) এবং পঞ্জগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মো. নুরু মিয়ার ছেলে মো. মামুন (২৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজমপুরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের ভ্র্যামমাণ আদালতের মাধ্যেমে ছয় মাসের স্বশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।