ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাবতলীতে পুড়ে মরলো ১৩ গরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
গাবতলীতে পুড়ে মরলো ১৩ গরু তখনও বেঁচে ছিল গরুটি, ছবি: দীপু মালাকার

ঢাকা: রাজধানীর গাবতলী পশুর হাটে লাগা আগুনে ১৩টি গরু, ২টি ছাগল ও ২টি ভেড়া পুড়ে মারা গেছে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে প্রায় আধাঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে এ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া হোসেন ব্যাপারী বাংলানিউজকে জানান, হাটে তার ৪৯টি গরু ছিল।

হঠাৎ করে আগুন লাগলে ৭টি গরু পুড়ে মারা যায়। আহত অবস্থায় তার আরও ৬টি গরু জবাই করা হয়েছে। ২৫টি গরু পুড়ে আংশিক আহত হয়েছে। গরুগুলো মরে পড়ে আছে, ছবি: আনোয়ার হোসেন রানা

তিনি আরও জানান, আগুন লাগার পর দ্রুতই ছড়িয়ে যায়। তাড়াহুড়া করে গরুর দড়ি কেটে দেওয়া হয়। কিন্তু বড় গরুগুলো শিকল দিয়ে বাঁধা থাকায় সেসব ছাড়ানো যায়নি।

১৩ গরুতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আরেক ব্যবসায়ী হেলাল জানান, ৬টি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত হওয়ায় ৪টি গরু জবাই করা হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরও ৪টি।

এছাড়া অন্য তিন ব্যবসায়ীর ২টি ছাগল ও ২টি ভেড়া পুড়ে মারা যাওয়াসহ ৭-৮টি গরু আহত হয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে গাবতলী পশুর হাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে হাটের তিনটি দোচালা ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ারম্যান আবু বকর জামান বাংলানিউজকে জানান, সিগারেট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অধাকতর তদন্ত ছাড়া বিষয়টি নিশ্চিত হওয়া যাবে না। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে বলাটা ঠিক হবে না। তবে অনেকগুলো বড় জাতের গরু মারা গেছে।

গাবতলীর নিভলো আগুন, মরলো গরু

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
পিএম/এমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ