ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাবতলী পশুরহাটে ভয়াবহ আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
গাবতলী পশুরহাটে ভয়াবহ আগুন আগুনে গরু পুড়ে মারা গেছে, ছবি: দীপু মালাকার

ঢাকা: রাজধানীর গাবতলী পশুর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাটের ভেতরে অনেক পশু রয়েছে, সেগুলোর কী অবস্থা বা ক্ষতি কী পরিমাণ তা এখনই বলা যাচ্ছে না।

তবে ইতোমধ্যে বেশ কিছু গরু মারা গেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কিছু সময় আগেও গরুটি বেঁচে ছিল, ছবি: দীপু মালাকারঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। আগ্নিকাণ্ডে হাটের ভেতরের দুচালা দুইটি ঘর প্রথমে পুড়ে যায়; পরে আশেপাশে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৭/আপডেট ১০২০ ঘণ্টা
এমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।