ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাসপাতালে অজ্ঞাত মরদেহের নিরাপত্তায় কুকুর!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
হাসপাতালে অজ্ঞাত মরদেহের নিরাপত্তায় কুকুর! হাসপাতালে অজ্ঞাত মরদেহের নিরাপত্তায় কুকুর!

নেত্রকোনা: মধ্যরাতে নিথর নিস্তব্ধ দেহটিকে দেখেও না দেখার ভান করে ডিঙিয়ে যাচ্ছিল অনেকেই। এগিয়ে গিয়ে কেউ অন্তত চিনার চেষ্টা করবে তারও যেন নেই ফুরসত!

হাসপাতালের বারান্দায় অবহেলায় এভাবেই পড়েছিল পঞ্চাশ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ!

বুধবার (২৮ জুন) রাত ১২টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এমনই চিত্র দেখা যায়।

নিরাপত্তাহীনতায় পড়ে থাকা মরদেহটি নিয়ে হাসপাতাল কারো যেনো কোনো মাথাব্যথা নেই।

কিন্তু অমানবিক এ বিষয়টিকে যেনো মেনে নিতে পারছিলো না একটি কুকুর। কেউ হঠাৎ দূর থেকে উঁকি দিয়ে চলে গেলেও কুকুরটি যেনো কড়া নিরাপত্তায় পাহাড়া দিচ্ছিলো।

গত এক সপ্তাহ বা অধিক সময় ধরে হাসপাতালের বারান্দার গেইটে অবস্থান করছিলেন মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি। সবসময় তাকে দুই হাঁটুর মাঝখানে মাথা গুজে থাকতে দেখা যেত। হাসপাতালে আসা কাউকে কখনো বিরক্ত করতো না। নিজের মতো করেই থাকতো সবসময়।

হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. উত্তম পাল বাংলানিউজকে এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানকে এ বিষয়ে জানানো হলে তিনি বাংলানিউজকে বলেন, পরিচয় না পাওয়া গেলে মরদেহটি আঞ্জুমানে মুফিদুল নিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
জিওয়াই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।