ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
রাজবাড়ীতে রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ী: রাজবাড়ীতে নুরু সরদার (২৮) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ জুন) বিকেল ৫টায় জেলা সদরের বরাট ইউনিয়নের পশ্চিম ভবদিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নুরু পশ্চিম ভবদিয়া গ্রামের আলম সরদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. শাজাহান মোল্ল্যা সুজন বাংলানিউজকে জানান, নুরু ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। ঢাকায় বিভিন্ন এলাকায় তিনি তিনটি বিয়ে করেন। এলাকাতেও তার একটি স্ত্রী রয়েছেন। ২৮ জুন নুরু ঢাকা থেকে বাড়িতে আসেন। দুপুরে বাড়ি থেকে একটু দূরে মাঠের মধ্যে মেহগনি গাছের সঙ্গে নুরুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন।

রাজবাড়ী সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, নুরুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) তার মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি হত্যা না আত্মহত্যা তা বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।