ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কৃষক ন্যায্যমূল্য পেয়েছে: প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
কৃষক ন্যায্যমূল্য পেয়েছে: প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

জাতীয় সংসদ ভবন থেকে: অকাল ও অতি বৃষ্টি এবং কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে চালের দাম বাড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দাম বাড়লেও এবার কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পেয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।   

বুধবার (২৮ জুন) প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করেন।
 
চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মজুদ কম আছে, সেটা কিন্তু না।

বর্তমানে সরকারি বেসরকারিসহ বিভিন্ন পর্যায়ে ১ কোটি ৬ লাখ ৫৮ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ আছে। তবে অকাল বৃষ্টির কারণে হয়তো দাম কিছুটা বাড়তে পারে। আর কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজি থাকতে পারে।     
 
তিনি বলেন, চাল আমদানির ওপর ট্যাক্স কমিয়ে দিয়েছি। যার ফলে খাদ্যশস্য আসবে। চালের দাম বেড়েছে। কিন্তু খাদ্যের অভাব নেই। তবে এবার কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পেয়েছে, এটা কিন্তু ঠিক।
 
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এসকে/এসএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।