ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কামারখন্দে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
কামারখন্দে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ফরিদুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১১ জন আহত হয়ছেন

বুধবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় ঢাকার বাইপাইল এলাকায় তিনি মারা যান। এর আগে দুপুরে উপজেলার পাইকোশা ও বাগবাড়ী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ফরিদুলসহ আরও ১২ জন আহত হন।

নিহত ফরিদুল পাইকোশা গ্রামের দানেজ শেখের ছেলে। তিনি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, ২৪ জুন একটি বিয়ে বিচ্ছেদের ঘটনায় টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এরই জের ধরে দুপুরে আবারো সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৭ আপডেট: ২০৪৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।