ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছুটি শেষে দাপ্তরিক কাজে সাঈদ খোকন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
ছুটি শেষে দাপ্তরিক কাজে সাঈদ খোকন মেয়র সাঈদ খোকনের ঈদ পরবর্তী সভা।

ঢাকা: ঈদুল ফিতরের ছুটি শেষে  বুধবার থেকেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। বুধবার (২৮ জুন) বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও উর্দ্ধতন কর্মকর্তাদের নিয়ে ঈদের কুশল বিনিময় পরবর্তী এক সভায় মিলিত হন তিনি।

মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঈদের সময় কর্পোরেশনের গৃহীত ঈদের প্রধান জামাতস্থল জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক ব্যবস্থাপনা, ঈদের সময় হাসপাতালগুলো জরুরি সেবার জন্য খোলা রাখা, রাজধানীর সড়কগুলোতে আলোর ব্যবস্থা নিশ্চিত করা, বর্জ্য অপসারণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।
 
মেয়র এসব কাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

এসব সেবামূলক কাজ একইরকম আন্তরিকতা নিয়ে অব্যাহত রাখার নির্দেশনা দেন।

এ সময় ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন, মো. মাসুদ, মোবারক হোসেন, হাসিবুর রহমান মানিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল শেখ সালাউদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. শফিকুল আলমসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এসএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।