ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩৯ প্রতিষ্ঠানের ৭৮ মেট্রিক টন চাল ফেরত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
৩৯ প্রতিষ্ঠানের ৭৮ মেট্রিক টন চাল ফেরত

কুড়িগ্রাম: নীতিমালা অনুযায়ী যোগ্য প্রতিষ্ঠান না থাকায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের (এমপি) জি আর বিশেষ বরাদ্দের ৭৮ মেট্রিক টন চাল ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

বুধবার (২৮ জুন) চাল ফেরত পাঠানোর সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্র নাথ উরাঁও।

এমপির বিশেষ বরাদ্দের জি আর চালের জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের তালিকা সংক্রান্ত জটিলতাসহ যোগ্যতা আছে কিনা তা নিয়ে জেলা প্রশাসকের চিঠির পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করা হয়।

ফুলবাড়ী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত বাংলানিউজকে জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন জিআরএর চাল বিতরণের নীতিমালা অনুযায়ী ৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের তালিকা না হওয়ায় বরাদ্দ করা ৭৮ মেট্রিক টন চাল ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।