ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মনপুরায় ট্রলার লুট, ৩ জেলে অপহরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
মনপুরায় ট্রলার লুট, ৩ জেলে অপহরণ ফাইল ফটো

ভোলা: ভোলার মনপুরায় একটি ফিশিংবোটসহ তিন জেলেকে অপহরণ করেছে দস্যুরা।

বুধবার (২৮ জুন) ভোরে মেঘনার চরপাতালিয়া নামক এলাকা থেকে তাদের অপরহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- খলিল মাঝি,  বেলাল ও নেজু মাঝি।

তাদের বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে।

সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলিউল্ল্যাহ কাজল বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো জেলেরা মেঘনার চরপাতালিয়া সীমানায় মাছ শিকার করছিল। এসময় একদল দস্যু তাদের চারদিক থেকে ঘিরে ফেলে আতর্কিত হামলা চালায়। এসময় তারা প্রতিহত করতে চাইলে দস্যুররা ধারালো অস্ত্র দিয়ে তাদের বেধড়ক মারধর করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ট্রলারসহ তিন জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। তাদের ছাড়িয়ে আনতে মুক্তিপণ দাবি করে তারা।

তিনি আরও জানান, খলিল মাঝির ট্রলারে দু’জন ও চরফ্যাশনের নেজু মাঝির ট্রলারের নেজুকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে দস্যুরা। দুপুর ১টায় পর্যন্ত তারা উদ্ধার হয়নি।
 
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের একটি টিম নদীতে রয়েছে। তাদের উদ্ধার না হওয়ায় পর্যন্ত কোস্টগার্ড চেষ্টা চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।