ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভিয়েতনাম থেকে চাল আসছে, শিগগিরই স্বাভাবিক হচ্ছে দাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
ভিয়েতনাম থেকে চাল আসছে, শিগগিরই স্বাভাবিক হচ্ছে দাম ঈদ পরবর্তী মত বিনিময়ে বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভিয়েতনাম থেকে সরকার চাল আমদানি করছে। শিগগিরই চাল এসে যাবে এবং দাম স্বাভাবিক হয়ে যাবে।

বুধবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী মত বিনিময়ে তিনি এ কথা বলেন।  

সহায়ক সরকার নিয়ে তোফায়েল বলেন, পৃথিবীর কোথাও সহায়ক সরকার বলে কিছু নেই।

সব গণতান্ত্রিক দেশেই যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাবে। যে সরকার সহযোগিতা করে সেই সরকারই তো সহায়ক সরকার।  

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। এর বাইরে সহায়ক সরকার বা অন্যকিছু করার সুযোগ নেই। সেই নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন এটা নিশ্চিত। কারণ, খালেদার সামনে বিকল্প কিছু নেই।  

তিনি আরও বলেন, এইবারের ঈদ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বাজারম‍ূল্য সামগ্রিকভাবে নিয়ন্ত্রণে ছিলো। চালের দাম দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। ইতোমধ্যে ১০ শতাংশ ট্যারিফ কমানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এসকে/এসএনএস 

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ