ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পালিত হচ্ছে মোস্তফা ফারুক নাদিমের ২য় মৃত্যুবার্ষিকী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
পালিত হচ্ছে মোস্তফা ফারুক নাদিমের ২য় মৃত্যুবার্ষিকী

ঢাকা: তরুণ রাজনীতিবিদ মোস্তফা ফারুক নাদিমের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে বুধবার (২৮ জুন) । ২০১৫ সালের এই দিনে পরলোকগমন করেন তিনি।

এ উপলক্ষে মরহুমের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ন্যায়ামতপুর  ইউনিয়নের নিজ গ্রামে মিলাদ মাহফিল, কাঙালি ভোজ ও দোয়া মাহফিল চলছে।

নাদিম ছিলেন ন্যায়ামতপুর  ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা।

তার স্ত্রী শায়লা পারভিন সাথী কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য ও একমাত্র ছেলে মুনতাসির ফারুক জাফরি।


মোস্তফা ফারুক নাদিম কিশোরগঞ্জের প্রবীণ চিকিৎসক, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ এ মাজহারুল হকের ছোট জামাতা এবং বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ প্রফেসর ড. মাহফুজ পারভেজের ছোট ভগ্নিপতি। তার বড় ভাই ডা. মাহবুব ইকবাল কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা বিএমএ’র সভাপতি।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।