ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মৈনট ঘাটে ঘুরতে গিয়ে ৩ ছাত্র নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
মৈনট ঘাটে ঘুরতে গিয়ে ৩ ছাত্র নিখোঁজ

ঢাকা: মিনি কক্সবাজারখ্যাত ঢাকার দোহার এলাকার মৈনট ঘাটে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছেন তিন ছাত্র।

মঙ্গলবার (২৭ জুন) বিকেল থেকে তাদের উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকার তিন ছাত্র মৈনট ঘাটে বেড়াতে যান।

বিকেলে পদ্মা নদীর তীরে নেমে ছবি তোলার একপর্যায়ে তারা চোরাবালিতে তলিয়ে যান।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বাংলানিউজকে জানান, খবর পেয়ে বিকেল সাড়ে ৫টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।  
 
তবে, নিখোঁজ তিন ছাত্রের পরিচয় জানাতে পারেননি তিনি।
 
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এজেডএস/পিএম/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।