ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ড. আহমেদ ফজলে হাসান চৌধুরী আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
ড. আহমেদ ফজলে হাসান চৌধুরী আর নেই

ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃ-বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আহমেদ ফজলে হাসান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে।

চবি’র সাবেক ডিন ড. গাজি সালেহউদ্দীন জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ড. আহমেদ ফজলে হাসান চৌধুরী। তিনি প্রায় ৪০ বছর চবিতে অধ্যাপনা করেন। সেখান থেকে অবসরের পর ঢাকার গ্রিন বিশ্ববিদ্যালয়েও কিছুদিন শিক্ষকতা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।