ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাংবাদিক লিটন বাশার আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
সাংবাদিক লিটন বাশার আর নেই

ব‌রিশাল: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণের মুখ পত্রিকার সম্পাদক এবং ইত্তেফাকের বরিশাল ব্যুরোপ্রধান লিটন বাশার মারা গেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।

মঙ্গলবার (২৭ জন) সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তি‌নি মারা যান।

সকালে ব‌রিশাল সদর উপচরমোনাই বুখাই নগরে নিজ বা‌ড়িতে তি‌নি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

দ্রুত শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, লিটন বাশার চরমোনাই বুখাই নগরের বাড়িতে ঈদ করতে গিয়েছিলেন। তার মৃত্যুতে মিডিয়া অঙ্গন থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।

বাদ জোহর তার প্রথম জানাজা ব‌রিশাল নগরের সদর‌ রোডে অনু‌ষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত ব‌রিশাল প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়।

‌সেখানে শেষ শ্রদ্ধা জানান বি‌ভিন্ন সামা‌জিক, রাজ‌নৈ‌তি সংগঠনের নেতৃবৃন্দ ও সহকর্মীরা।

‌শ্রদ্ধা শেষে মর‌দেহ বুখাইনগ‌রের বা‌ড়ি‌তে নি‌য়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর জানাজা শেষে লিটন বাশারের দাফন সম্পন্ন হবে।

বাংলা‌দেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুন, ২৭, ২০১৭
এমএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।