ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্রেনফেলে নিহতদের দু’জন বাংলাদেশি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
গ্রেনফেলে নিহতদের দু’জন বাংলাদেশি

লন্ডনে ২৪তলা ভবন গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুইজন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। 

তারা হলেন- হুসনা বেগম (জন্ম- ৪ ফেব্রুয়ারি ১৯৯৫) ও রাবেয়া বেগম (জন্ম- ১৫ নভেম্বর ১৯৫২)। সম্পর্কে তারা মা-মেয়ে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন তাদের এ নাম প্রকাশ করেছে।  

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ বংশোদ্ভূত এ দুই বাংলাদেশি ওই টাওয়ারের ১৪২ নম্বর অ্যাপার্টমেন্টে (১৮ তলায়) থাকতেন। অগ্নিকাণ্ডের পর ভবনের একটি বাংলাদেশি পরিবারের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে।

গত ১৪ জুন বহুতল ওই ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শেষ পর্যন্ত ৭৯ জনের খোঁজ পাওয়া যায়নি। তারা সবাই আগুনে পুড়ে মারা গেছেন বলে ধারণা করছে লন্ডন পুলিশ। অগ্নিকাণ্ডের পর প্রায় দু’শ’ ফায়ার সার্ভিস কর্মী অগ্নিনির্বাপনে কাজ করেন। তবে আগুনে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আসতে পুরো ভবনটি পুড়ে কালো হয়ে যায়।

ওই ঘটনার পর প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ত্রুটিপূর্ণ ফ্রিজের কথা জানানো হয়। গত সপ্তাহেও একই কারণ উল্লেখ করে পুলিশও।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।