ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহালছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
মহালছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ নেতা আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত ব্যক্তির নাম প্রীতি বিকাশ চাকমা (৪৩)। তিনি মহালছড়ির মাইসছড়ির নোয়াপাড়া এলাকার পরিণয় চাকমার ছেলে।

এ সময় তার কাছ থেকে দু’টি দেশীয় তৈরি পিস্তল, ৮ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদের বই উদ্ধার করা হয়।  

সোমবার (২৬ জুন) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়ে তাকে আটক করা হয়।

আটক  প্রীতি বিকাশ চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র উপজেলা সংগঠক।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রীতি বিকাশ চাকমার বাসায় অভিযান চালানো হয়। এসময় অস্ত্র ও গুলিসহ চাঁদা আদায়ের রশিদের বই উদ্ধার করা হয়।  

প্রীতি ইউপিডিএফ’র হয়ে মহালছড়িতে চাঁদা সংগ্রহের দ্বায়িত্ব পালন করছিলেন বলে জানান তিনি।

ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা আটক ব্যক্তিকে নিজেদের উপজেলা সংগঠক জানিয়ে বলেন, রাতে অন্যায়ভাবে বাসা থেকে প্রীতি বিকাশ চাকমাকে আটক করা হয়েছে।

এদিকে প্রীতি বিকাশ চাকমাকে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।