ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকালে অাটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকালে অাটক ১

ব্রাহ্মনবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরে ছিনতাইয়ের সময় জেলা অাওয়ামী লীগ নেতার ছেলে শরীফুর রহমান অপুকে অাটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জুন) দিনগত রাত ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৈরতলা রেলগেইট এলাকায় ছিনতাই করার সময় ধরা পড়ে অপু। স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সে ব্রাহ্মণবাড়িয়া জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি ও শহরের কাজীপাড়া মহল্লার মুজিবুর রহমান বাবুলের ছেলে।

অাটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসঅাই) সুমন চক্রবর্তী জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে এক নারী তার স্বামীকে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তার গলার স্বর্ণের চেন জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে অাশেপাশের লোকজন বিষয়টি দেখে ফেললে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।