ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে স্টিল মিল কারখানা কর্মীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
রূপগঞ্জে স্টিল মিল কারখানা কর্মীর মরদেহ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল কাদির মজুমদার (৫০) নামে স্টিল মিল কারখানার স্টোর কিপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ জুন) রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার আহম্মদ রি-রোলিং অ্যান্ড স্টিল মিলের পাশের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

আব্দুল কাদির চাঁদপুরের ফরিদগঞ্জ থানার দিকদাইর এলাকার বাসিন্দা।

বাবার নাম গফুর মজুমদার। তিনি দীর্ঘ ২০ বছর ধরে আহম্মদ রি-রোলিংয়ে কাজ করছিলেন। থাকতেন সেখানেই।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, তার কক্ষ গত দুইদিন ধরে তালা দেখে মিল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে আব্দুর কাদির মজুমদারের মরদেহ উদ্ধার করে। কে বা কারা তাকে শ্বাসরোধে ও মুখ থেতলে হত্যা করেছে তা বের করার চেষ্টা চলছে।

মরদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।