ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নসিমন চাপায় প্রাণ হারালেন রাবি শিক্ষার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
নসিমন চাপায় প্রাণ হারালেন রাবি শিক্ষার্থী আমানাউল্লাহ আমান, (ফাইল ছবি)

রাজশাহী: সড়ক দুর্ঘটনায় আমানাউল্লাহ আমান নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

ঈদের দিন সোমবার (২৬ জুন) বিকেলে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

আমাউল্লাহ রাবির অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র।

তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী। বাড়ি গাংনী উপজেলার ভ্রমরদুয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দ্রুত ব্রেক করতে গিয়ে রাস্তায় উল্টে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি নসিমন চাপা দিলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আহত অবস্থায় কুষ্টিয়া মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার রাত ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আমানাউল্লাহ আমানের মরদেহ গ্রামের বাড়িতে দাফন হয়েছে। মৃত্যুর বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।