ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘নতুন ঘর বানিয়ে দেওয়া হবে রাঙামাটির ক্ষতিগ্রস্তদের‘

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
‘নতুন ঘর বানিয়ে দেওয়া হবে রাঙামাটির ক্ষতিগ্রস্তদের‘  চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পরিদর্শনে ওবায়দুল কাদের- ছবি: বাংলানিউজ

রাঙামাটি: নতুন জামা কাপড় আর পেট ভরে রিচ ফুড খেলে তাদের তৃপ্তি মিটবে না, তাদেরকে আপন ঘরে ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৬ জুন) বিকেলে রাঙাটির পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত সড়ক এর কাজ পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী তিন চার সপ্তাহের মধ্যে এ সড়ক ভারী যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে।

চট্টগ্রাম-রাঙামাটি সড়ক সবচেয়ে গুরুত্বপ‍ূর্ণ একটি সড়ক। এ সড়কটি বন্ধ থাকার ফলে এখানকার ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে।

মন্ত্রী ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসন সম্পর্কে বলেন, পাহাড় ধসে যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তাদের নতুন ঘর-বাড়ি তৈরি করে দেয়া এবং তাদের রুটি রুজির ব্যবস্থাও অতি শিগগিরই করা হবে।

সড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন- জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান,  রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad