ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দর্শনার্থীদের ঢল ভোলার পর্যটন কেন্দ্রগুলোতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
দর্শনার্থীদের ঢল ভোলার পর্যটন কেন্দ্রগুলোতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ঈদের ছুটিতে জমজমাট হয়ে উঠেছে ভোলার দর্শনীয় স্থানগুলো।

সোমবার (২৬ জুন) বিকেল থেকে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের ঢল নামে। বিশেষ করে শহরের জেলা পরিষদ চত্বর, পৌর পুকুর পাড়, সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, তুলতলী, খেয়াঘাট ব্রিজ ও বাঘমারা ব্রিজে কয়েক হাজার মানুষের মিলন মেলা।

পরিবার আর ছোট ছোট শিশুদের আগমনে মুখরিত সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলো।

ঈদের ছুটিতে বিনোদনের আশায় ছুটে আসছেন বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তরুণ-তরুণী ও শিশু-কিশোররা উপভোগ করছেন এসব এলাকা। এর মধ্যে তুতলীতে প্রকৃতির সৌন্দর্য, নির্মল বাতাস মুগ্ধ করে দর্শনার্থীদের।

এছাড়া জেলা পরিষদ চত্বরের বাহারি আলোকসজ্জা, ফোয়ার ও ফুলের বাগান মন ছুয়ে যায়। সরকারি বালক বিদ্যালয়ের মাঠে শিশুদের বিনোদন সামগ্রি থাকায় খেলা নিয়ে মেতে উঠছে তারা। শহরের সবচেয়ে বৃহৎ বাঘমারা ব্রিজে অন্যরকম বিনোদন খুঁজে পাচ্ছেন দর্শনার্থীরা।

ঘুরতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন, শহরের মনোমুগ্ধকর পর্যটন এলাকাগুলো খুব সহজেই নজর কাড়ে। রাতের ভোলাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।