ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

উৎসবমুখর পরিবেশে কারাবন্দিদের ঈদ উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
উৎসবমুখর পরিবেশে কারাবন্দিদের ঈদ উদযাপন উৎসবমুখর পরিবেশে কারাবন্দিদের ঈদ উদযাপন-ছবি-বাংলানিউজ

ঢাকা: বর্ণিল সাজে সেজেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)। উৎসবমুখর পরিবেশে অন্য সবার মতো ঈদ উদযাপন করছে কারাবন্দিরাও। 

সোমবার (২৬ জুন) সকাল ৮টায় কারাগারের ভেতরে খোলা ময়দানে প্রায় ৪ হাজার কারাবন্দি ঈদ জামাতে অংশ নেয়।  

ঈদ উপলক্ষে কারাগার রঙবেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে।

গান, কৌতুক, খেলাধুলার মধ্য দিয়ে ঈদের দিনটি উদযাপন করেছে কারাগারে বন্দিরা। অনেকের স্বজনই এসেছে তাদের সঙ্গে দেখা করতে।

সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, সকালে একসঙ্গে প্রায় ৪ হাজার কারাবন্দিদের নিয়ে কারাগারের ভেতরে খোলা ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন কারাগারের মসজিদের ইমাম।

কারাবন্দিদের ঈদ জামাত-ছবি-বাংলানিউজএরপর তাদের জন্য গান, কৌতুক, ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

তিনি জানান, বন্দিদের স্বজনরা অনেকেই বাসা থেকে রান্না করে খাবার নিয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।