ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮০ বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮০

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পাওনা টাকা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮০ জন আহত হয়েছেন।

সোমবার (২৬ জুন) দুপুর আড়াইটায় উপজেলার বাসিয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া বাংলানিউজকে জানান, বাসিয়াপাড়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে তাবু মিয়া ও বরকত আলীর ছেলে জিলু মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল।

এর জের ধরে দুপুরে দুই দল গ্রামবাসীর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৮০ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুনরায় সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।