ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ‍ুল ফিতর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ‍ুল ফিতর  নামাজ আদায় শেষে কোলাকুলি করছেন মুসল্লিরা- ছবি: ডিএইচ বাদল

খাগড়াছড়ি: দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলায়ও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ‍ুল ফিতর।   

সোমবার (২৬ জুন) সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন হাফেজ মাওলানা আব্দুর নুর হক্কানী।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ওই জামাতে অংশ নেন। জামাত শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর পরই পুরাতন পুলিশ লাইন্স মসজিদ, শালবন মসজিদ, খেজুরবাগান জামে মসজিদ, গাউছিয়া মসজিদ, শান্তিনগর মসজিদ, কুমিল্লাটিলা জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলার দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়িতে পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।