ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বিসিসি পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
বিসিসি পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলা

ব‌রিশাল: ময়লা ফেলতে বাধা দেওয়ায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলা হয়েছে।

নগরের কাঠপ‌ট্রি এলাকায় সোমবার (২৬ জুন) সকাল ৭টার দিকে এ হামলার ঘটনায় বিসিসির এক পরিচ্ছন্ন কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন।  

আহতদের মধ্যে পরিচ্ছন্ন সুপারভাইজার সোহাগকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বিসিসির পরিচ্ছন্ন কর্মকর্তা দিপক লাল মৃধা জানান, সকালে ওই এলাকায় পরিচ্ছন্নকর্মীরা ময়লা পরিষ্কার করার পর স্থানীয় বেবি ফ্যাশনের মালিক সুমন গাইন, দোকান কর্মচারী সাদ্দাম ফের রাস্তায় ময়লা ফেলেন।

এতে বাধা দেন বিসিসির পরিচ্ছন্নকর্মীরা। এতেই তাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান ওই ব্যবসায়ী।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।