ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সূর্যকে ঘিরে সেই অদ্ভূত বলয় কি রংধনু!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
সূর্যকে ঘিরে সেই অদ্ভূত বলয় কি রংধনু! ফজলে এলাহী স্বপনের ক্যামেরায় অদ্ভূত রংধনু।

ঢাকা: ঈদুল ফিতরের দিন সূর্যকে ঘিরে আকাশে যে অদ্ভূত বলয় তৈরি হয়েছিল তাকে রংধুনই বলছে আবহাওয়া অধিদফতর। আকাশে মেঘ থাকার কারণেই সূর্যকে ঘিরে এমন বলয় বলে দাবি তাদের।

বাংলানিউজে অদ্ভূত সেই বলয়ের আলোকচিত্র প্রকাশের পর আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আব্দুর রহমান বলেন, আকাশে মেঘ থাকলে রংধনু সৃষ্টি হয়। সূর্য হেলানো অবস্থায় থাকাকালে আমরা উল্টো দিকে রংধুন দেখতে অভ্যস্ত।

তখন অর্ধবৃত্ত রংধনুই দেখা যায়, পুরোটা চোখে পড়ে না। কিন্তু সোমবার মধ্য আকাশে থাকাকালে সূর্যকে ঘিরে বৃত্তাকার বলয় তৈরি হয়। ওই বলয় বস্তুত বৃত্তাকার রংধনু।

জনি সাহার পাঠানো ছবি সোমবার (২৬ জুন) ঈদুল ফিতরের নামাজের পর মানুষ ‍যখন ঈদ উদযাপনের আনন্দে মত্ত, ঠিক তখনই মধ্য আকাশের দিকে ছুটতে থাকা সূর্যকে ঘিরে এমন বলয় তৈরি হয়। এ নিয়ে জনমনে তৈরি হয় নানা জল্পনা।
 
বিরল মুহূর্তের সেই ছবি ধরা পড়ে উত্তর জনপদের সীমান্ত জেলা কুড়িগ্রামে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ফজলে এলাহী স্বপন এর ক্যামেরায়। পূর্বাঞ্চলীয় সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়ায় তোলা একরই রকম ছবি পাঠান  বাংলানিউজের অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর জনি সাহা।  

ফজলে এলাহী স্বপন জানান,  কুড়িগ্রামের আকাশে ওই বলয় দৃশ্যমান হয় বেলা ১১টার দিকে। কিছুটা অস্পষ্ট হয়ে পড়লেও দুপুর ২টার সময়েও আকাশে ওই বলয়ের অস্তিত্ব ছিলো।

তবে রংধুনর স্বাভাবিক রঙের ছটা এ বলয়ে দেখা যায়নি।

সূর্যকে ঘিরে কিসের বলয়?

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।