ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ঈদের জামাতে দেশ জাতির মঙ্গল কামনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
বগুড়ায় ঈদের জামাতে দেশ জাতির মঙ্গল কামনা বগুড়ায় ঈদের জামাত। ছবি: আরিফ

বগুড়া:  যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জুন) সকাল ৯টায় শহরের সূত্রাপুর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মওলানা আব্দুল কাদের এই জামাতের ইমামতি করেন।

বৃহৎ এ ঈদের জামাতে হাজারো ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়ে দেশ-জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

জামাতে জেলা প্রশাসক (ডিসি) নুর আলম সিদ্দিকী, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিনসহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ীসহ নানাশ্রেণি পেশার মানুষ অংশ নেয়। সর্বস্তরের মুসল্লি ঈদের এই প্রধান জামাতে অংশ নেন।

শহরের কলোনিতে অবস্থিত জামিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেচ্ছা (খেলার মাঠ) ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। একই সময়ে শহরের বৃন্দাবনপাড়া জামে মসজিদ, সকাল পৌনে ৯টায় বায়তুর মামুর, বেজোড়া হাইস্কুল ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮টায় বগুড়া জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় আহলে হাদিসের ঈদের জামাত। এখানে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৮টায় করোনেশন ইনস্টিটিউট, সুলতানগঞ্জ হাইস্কুল, দক্ষিণ ধাওয়াপাড়া বায়তুস সালাম জামে মসজিদ, কাটনারপাড়া, ফুলবাড়ী দক্ষিণপাড়া, গন্ডগ্রাম, নাটাইপাড়া, মালতিনগর হাইস্কুল, ঠনঠনিয়া ফাজিল মাদ্রাসা, ফয়জুল্বা স্কুল, চকসূত্রাপুর ঈদগাহ, লতিফপুর চকলোকমান জামে মসজিদ, সাবগ্রাম, ইসলামপুর হরিগাড়ি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) ঈদগাহ মাঠে সকাল পৌনে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ৮টায় মালতিনগর মাটির মসজিদ, ফুলবাড়ি উত্তর ও মধ্যপাড়া গোরস্থান ঈদগাহ, ঠনঠনিয়া দক্ষিণপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুন ২৬, ২০১৭।
এমবিএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।