ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে দেশ-জাতির মঙ্গল কামনা করে দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
ফেনীতে দেশ-জাতির মঙ্গল কামনা করে দোয়া মিজান ময়দানে প্রধান ঈদ জামাতে মুসল্লিরা/ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হয়েছে জেলার প্রধান ঈদ জামাত। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টায় এ জামাতে ইমামতি করেন ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস মাহমুদুল হাসান।

জামাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

এসময় তিনি ঈদুল ফিতরের মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আলী।

১৫ হাজারেরও বেশি মুসল্লি এ জামাতে একসঙ্গে ঈদ উল ফিতরের দু'রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশের শান্তি-সমৃদ্ধি ও স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।