ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে দেড় হাজার কারাবন্দির ঈদ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
না’গঞ্জে দেড় হাজার কারাবন্দির ঈদ উদযাপন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগারে ঈদের নামাজ আদায় করেছেন দেড় হাজার কারাবন্দি। সকাল ৮টায় নামাজ অনুষ্ঠিত হয়। পরে সবাই পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান।

সোমবার (২৬ জুন) ঈদের দিন কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করেছে জেলা কারাগার কর্তৃপক্ষ। পরিবারের পক্ষ থেকে পাঠানো খাবারও ঈদ উপলক্ষে দেওয়া হবে কারাবন্দিদের।

জেলা কারাগারের সুপার সুভাস সাহা বাংলানিউজকে বলেন, দেড় হাজার কারাবন্দি একত্রে ঈদের নামাজ আদায় করেছেন। সবার জন্য ঈদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে পাঠানো খাবারও দেওয়া হচ্ছে। পরিবারের সবার সঙ্গে সাক্ষাতের সুযোগও পাবেন বন্দিরা।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।