ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জাতীয় ঈদগাহে জামাত সাড়ে ৮টায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
জাতীয় ঈদগাহে জামাত সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা

 ঢাকা: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার (২৬ জুন) সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। 

এরই অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের জামাত আধাঘণ্টা পিছিয়ে দিয়ে সকাল ৯টায় শুরু হবে।



ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন ঈদ জামাতের এ সময়সূচি ঘোষণা করেছে। জাতীয় ঈদগাহে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান ঈদ জামাতে ইমামতি করবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় ঈদগাহের জামাতে অংশ নিতে সকাল সোয়া ৮টায় ময়দানে প্রবেশ করেন।

এছাড়াও সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী, সংসদ সদস্যরা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, বিচারপতি, সচিব এবং বাংলাদেশে অবস্থানরত মুসলিম দেশের কূটনীতিকরা এ জামাতে অংশ নিতে ঈদগাহ প্রাঙ্গণে পৌঁছেছেন।

জাতীয় ঈদগাহ ময়দানের ঈদ জামাতে অংশ নিতে সকাল সাড়ে ৭টা থেকে মুসল্লিরা দলে দলে ঈদগাহ ময়দানে আসছেন। নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ছাড়া তাদের অন্য কোনোকিছু নিয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করতে দিচ্ছেন না আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো ঈদগাহ ময়দানজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতা রয়েছে।  
ঈদের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা/ছবি: দীপু মালাকার
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত
প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে।  দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও শেষ জামায়াত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
 
প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী মুহিবুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, তৃতীয় জামাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জাকির হোসেন এবং পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।
 
উপরোক্ত পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী।
 
বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, জুন ২৬, ২০১৭/আপডেট: ০৮০৮ ঘণ্টা
এমআইএইচ/এসএনএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।