ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
নাটোরে সড়ক দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত

নাটোর: নাটোর সদর উপজেলার ভাটোদারা এলাকায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে সাতজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৫ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।    

আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন- সিংড়ার হাতিয়ানদহ গ্রামের শাহিন (৩৬), গোবিন্দপুর ঘাটের ইসলাম (১৭), সদর উপজেলার বেতপাড়া আমহাটির ভুলু (৪৫), দিঘাপতিয়ার তুরিন (২০), পুর্বহাগুরিয়ার আল আমিন (৪০), নাইম (২২) ও অজ্ঞাত পরিচয় (৩০)।  

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বাংলানিউজকে জানান, নাটোর শহর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যান ও দুইজন মোটরসাইকেল আরোহী দিঘাপতিয়া এলাকায় যাচ্ছিলেন।

পথে নাটোর-বগুড়া মহাসড়কের ভাটোদারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ভ্যান যাত্রীরা ও দুই মোটরসাইকেল আরোহীসহ অন্তত সাতজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।  

পরে তাদের অবস্থার অবনতি হলে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।