ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঈদের সকালে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ঈদের সকালে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ প্রতীকী

ঢাকা: ঈদের দিন রাজধানীতে হালকা বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এতে ভোগান্তির কোনো কারণ নেই। কারণ, সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম।

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার (২৬ জুন) উদযাপন হবে পবিত্র ঈদ-উল-ফিতর।  

রোববার (২৫ জুন) দিনগত রাত পোনে ১টার দিকে আবহাওয়া অফিসের এক আবহাওয়াবিদ বাংলানিউজকে বলেন, সোমবার ঢাকায় হালকা বৃষ্টি হবে।

তবে তা খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে আকাশ মেঘলা থাকবে।

রোববারের মতো সারাদেশে একই রকম আবহাওয়া বিরাজ করবে সোমবার (২৬ জুন)।
 
বিকেলের দিকে সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানান ওই আবহাওয়াবিদ।  
 
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিকে, আবহাওয়ার বিভিন্ন ওয়েবসাইটের তথ্য বলছে, সোমবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। ফলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।   
 
এদিন ঢাকায় দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় নয় মাইল বেগে বাতাস প্রবাহিত হবে। যা সর্বোচ্চ ১৩ মাইল পর্যন্ত ওঠা-নামা করতে পারে।

সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস।
 
বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এমআইএইচ/এসএনএস

** ঈদের দিন ঢাকায় হালকা বৃষ্টি!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।