ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

যাত্রীশূন্য ছিলো গাবতলী-কল্যাণপুর টার্মিনাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
যাত্রীশূন্য ছিলো গাবতলী-কল্যাণপুর টার্মিনাল যাত্রীশূন্য ছিলো গাবতলী-কল্যাণপুর টার্মিনাল / জি এম মুজিবুর

ঢাকা: মাত্র চার ঘণ্টা আগেও যেখানে যাত্রীদের ভিড়ে তিল ধারণের জায়গা ছিলো না, এখন সেখানে যাত্রী প্রায় নেই বললেই চলে। 

রোববার (২৫ জুন) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত গাবতলী ও কল্যাণপুর বাস কাউন্টারগুলো মুখর ছিলো যাত্রীদের উপস্থিতিতে।  

সকাল ১০টা থেকেই সেই ভিড় কমতে শুরু করে।

ধীরে ধীরে দুপুর ১টা নাগাদ বাস কাউন্টারগুলো একেবারেই খালি দেখা যায়। টিকেট বিক্রেতারাও কাটাতে থাকেন অলস সময়। কোনো কোনো বাসের ২০টি থেকে ২৫টি পর্যন্ত সিট খালি গেছে।  

কল্যাণপুরের শ্যামলী পরিবহনের রাকিব বাংলানিউজকে বলেন, সকালে যাও কয়েকজন যাত্রীর দেখা পেয়েছি, দুপুরে কোনো যাত্রী নেই বললেই চলে। দুপুরের পর আমাদের যেসব বাস ঢাকা থেকে ছেড়ে গেছে এর বেশিরভাগ ২০টি থেকে ২৫টি পর্যন্ত সিট ফাঁকাও গেছে।  

গাবতলীর সোহাগ কাউন্টারের কর্মকর্তা সোলায়মান বলেন, অলস সময় যাচ্ছে আমাদের। যাত্রী দুই-একজন আসছেন। ভিড় তো দূরের কথা, বাসের সব সিটের টিকিটই বিক্রি হয়নি।  

ঈদের আনন্দ পরিবারের স্বজনদের সাথে ভাগাভাগি করে নিতে কয়েকদিন আগেই এবার ঢাকা ছেড়েছেন বেশিরভাগ মানুষ। গত কয়েক দিন ধরে নির্দিষ্ট ভাড়ার বেশি দিয়েও অনেকে টিকেট পাননি, কিন্তু ঈদের ‍আগের দিন দুপুরের পর থেকে নির্দিষ্ট ভাড়ায় টিকেট দিয়েও যাত্রী পেতে হিমশিম খেয়েছে পরিবহন কোম্পানিগুলো।  

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
ইউএম/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।