ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঈদে স্বস্তিতে বাড়ি ফেরা

মাহফুজুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ঈদে স্বস্তিতে বাড়ি ফেরা ঈদে স্বস্তিতে বাড়ি ফেরা

ঢাকা: সময় তখন দুপুর ১২টা ৫৫ মিনিট। রোববার (২৫ জুন) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এসে দেখা যায়, যাত্রীর অপেক্ষায় শতশত গাড়ি লাইনে দাঁড়িয়ে রয়েছে। 

এরপর হেঁটে একটু সামনে এগিয়ে বৃহত্তর ময়মনসিংহসহ কিশোরগঞ্জ গামী অনন্যা, অনন্যা ক্লাসিক, জলসিড়ি, বন্যা পরিবহনের কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায়, পরিহনগুলোতে যাত্রীদের কোনো চাপ নেই, নেই কোনো ভিড়। সাধারণ দিনের মতোই দু’-এক জন যাত্রী টিকিট কিনছেন।

এরপর বাড়ির উদ্দেশে ১টা ২৫ মিনিটে টিকিট কেটে বাসে ওঠা হলো। আধঘণ্টা অপেক্ষার পর একজন, দু’জন করে যাত্রী এসে বাসটির অর্ধেক  সিট ভরলো। এরপর ১টা ৪৯ মিনিটে বাসটি (কিশোরগঞ্জ-ব, ১১-০০৪৭) কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে। ঠিক একই অবস্থা ছিলো রুটের অন্য পরিবহনগুলোতেও। প্রতিটি বাস আধঘণ্টা অপেক্ষা করে যে কয়েকজন যাত্রী পেয়েছে তা নিয়ে রওয়ানা দিয়েছে।

কিশোরগঞ্জগামী বাসটি মহাখালীর পর বনানী, এয়াপোর্ট এবং টঙ্গী হয়ে গাজীপুর চৌরাস্তায় পৌঁছায় বেলা ৩টায়। রাস্তায় কোথাও কোনো জ্যাম কিংবা সিগনালের মুখও দেখতে হয়নি। এরপর রাজেন্দ্রপুর, কাপাসিয়া হয়ে টোক নয়ন বাজারে আসে ৩টা ৫৫ মিনিটে। যেখানে সাধারণ দিনেও সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা।

পরিবহনের স্টাফরা বাংলানিউজকে বলেন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর এলাকার মানুষ আজ সকাল থেকে স্বস্তিতে বাড়ি ফিরছেন। রাস্তায় কোনো সমস্যা ও জ্যামের ভোগান্তিতে পড়তে হয়নি।

বাসের যাত্রী কিশোরগঞ্জের কোদালিয়ার বাসিন্দা এরশাদ বাংলানিউজকে বলেন, এবারে ঈদ বাড়ি ফেরার হচ্ছে আরামে, কোনো জ্যাম নেই। রাস্তায় কোনো সমস্যাও নেই। আমি মনে করেছিলাম রাত ৮টা বাজবে। এখন মনে হচ্ছে ৬টার আগেই বাড়ি পৌঁছে যাবো।  

তার মতোই বাসটির অন্য যাত্রীরাও বলেন, এই সরকারের আমলে  অন্তত একবার স্বস্তিতে ঈদে বাড়ি ফিরতে পারলাম।  

তবে এর ব্যাখ্যা দিয়ে অনেকে বলেন, দীর্ঘ ছুটির কারণে অনেকেই আগে বাড়ি চলে গেছে। এজন্য ঈদের আগের দিনের ভিড় কমেছে।

বাসটির চালক মশিউর রহমান বাংলানিউজকে বলেন, ভোর ৪টায় যাত্রীর চাপ ছিলো অনেক। টার্মিনালের আশপাশের মানুষ সেহরি খেয়ে সরাসরি কাউন্টারে চলে আসেন। তবে রাস্তায় কোনো জ্যাম ছিলো না। ফলে অন্যান্য দিনের চেয়ে দ্রুত কিশোরগঞ্জ পৌঁছেছি।

তিনি বলেন, ঈদের আগে রাস্তা এতো ফাঁকা আগে কখনও দেখিনি।
 
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এমএফআই/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।